জামালগঞ্জে করোনায় আক্রান্ত ৬৪,আইসোলেশনে ৪০, মৃত্যু-১

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিশ^ প্রাণঘাতী মহামারী কভিড- ১৯ করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে সনাক্ত হয়েছে ৬৪ জন, ৪০ জন আইসোলেশনে,২৯ জন নিজ দায়িত্বে বাড়ীতে ও সরকারী ভাবে হাসপাতালে আছেন ১১জন।আক্রান্তদের মধ্যে বাড়ীতে থেকে সুস্থ্য হয়েছেন ১৪ ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯ জন এবং ১ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে জামালগঞ্জ থানায় ওসি (তদন্ত)সহ ৯ জন পুলিশ সদস্য, হাসপাতালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোশারফ হোসেনসহ সি এইচ সিপি ৩ জন, ৪ জন স্বাস্থ্য সহকারী মোট ৮ জন,সমাজ সেবা অফিসারসহ ৩ জন, ও ইউ এন ও অফিসে ২ জন আক্রান্ত রয়েছেন।করোনা ভাইরাস প্রতিরোধ উপজেলা কমিটির সচিব উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তার বরাদ দিয়ে দায়িত্ব প্রাপ্ত তথ্য প্রদানকারী ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ গৌতম রায় এ তথ্য প্রদান করেন।উপজেলার সাচনা বাজার,লক্ষীপুর,নোয়াগাঁও ,সংবাদপুর,সেলিমগঞ্জ, গজারিয়া,বেহেলী,ভীমখালী, লালবাজার, কারেন্টের বাজার, কলকতখাঁ, রামনগর ও জামালগঞ্জ উপজেলা সদর সহ ঘনবসতি সহ বাজার গুলোতে মানুষ মানছে না সামাজিক দূরত্ব,ব্যবহার করছে না মাস্ক ফলে ভাইরাস প্রতিরোধ মোকাবেলা করতে ঘটছে সমনয় হীনতা।এই জন্য উপজেলা পরিষদ ও প্রশাসন,ইউপি চেয়ারম্যান ও মেম্বার,রাজনৈতিক নেতৃবন্দদের প্রচেষ্টা আরো জোড়দার প্রয়োজন বলে দাবী করছেন সচেতন মহল ।

You might also like