জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নিউজ ডেস্ক
সত্যবাণী

জামালগঞ্জ: গতকাল ৩১ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পালিত হয়েছে মৎস্য সপ্তাহ-২০২৪। এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মুশফিকীন নূর। তিনিই সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আক্তারুজ্জামান তালুকদার, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুক মিয়া, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।বক্তাগন আগামী বছরের সকল জল মহাল গুলো না শুকানোর জন্য কঠোর হস্তে দমন করার অনুরোধ জানান। হাওরের ৬২ প্রজাতির মাছ এখন বিলুপ্ত । হাওরে কারেন্টের জাল, গুই, চাই, কিরণমালা মাছের যন্ত্রপাতি পুড়ালেই হবে না, বিল শুকানো বন্ধ করতে হবে। ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ সার্থক ও সফল হবার আহবান জানান।

You might also like