জামালগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার পেলেন ৪’শ কর্মহীন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ লকডাউনে কর্মহীন ২’শত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা উপহার বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন সামাজিক দুরত্ব বজায় রেখে জামালগঞ্জের ঐতিহ্যবাহী সাচনাবাজারে ক্ষতিগ্রস্থ ঠেলাগাড়ি চালক, মোটর সাইকেল চালক, রিক্সা চালক, ট্রেসকি চালক, ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীনদের হাতে এই সহায়তা তুলে দেন। এরপূর্বে রবিবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে ২’শত জনকে সহায়তা প্রদান করেন। প্রথম ধাপে ক্রমান্বয়ে এ উপজেলায় মোট ১২’ কর্মহীনদের মাঝে সহায়তা প্রদান করা হবে।

কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যন বীনা রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেদুয়ানুল হালিম, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জ্যোতিশ রঞ্জন তালুকদার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগ নেতা আ:মুকিত চৌধুরী, উপজেলা আ’লীগ সভাপতি হাজী মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম,নবী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যন সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: রজব আলী, সাচনাবাজার ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান মো: আতাউর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি আ: আহাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ ও স্থানীয় গণমাধ্যমকর্মী।

জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন বলেন, সারা দেশে করোনা ভাইরাস পার্দুভাবের সংক্রমন থেকে বেঁচে থাকার উপায় হিসেব সরকার কঠোর লকডাউন ঘোষনা করেছে। এ কারনে কর্মহীনদের মাঝ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা উপহার প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেব সুনামগঞ্জজেলার সব ক’টি উপজেলা সদর, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার উপজেলায় কর্মহীনদের মাঝে চাল, ডাল, সয়াবিন তৈল, প্যাকেট দুধ, সেমাই, চিনি, লবন, সাবান ও মাস্কসহ প্যাকেট প্রাদান করা হচ্ছে। পর্যায়ক্রমে কর্মহীনদের তালিকা তৈরী করে তাদেরকে উপহার সামগ্রী প্রদানের আওতায় আনা হবে। তিনি সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের না হতে আহবান জানান।

You might also like