জিন্দাবাজারে স্ল্যাব ধ্বসে ‘মরণফাঁদ’

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ নগরির প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। যানবাহনেরও থাকে দীর্ঘ লাইন। জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় রাস্তার পাশে প্রায় ২ মাস আগে ড্রেনের স্ল্যাব ভেঙে বড় গর্তের সৃষ্টি হলেও নজরে নেই নগর কর্তৃপক্ষের। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীসহ এ রাস্তায় চলাচলকারী লোকজন। এই স্থানটিতে প্রায়ই ড্রেনের স্ল্যাব ভেঙে যাওয়ায় যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন স্থানে রাস্তার উপর নির্মিত দ’ুটি রোড স্ল্যাব ভেঙ্গে ধেবে গেছে। একটি বাঁশ দিয়ে সেখানে দ’ুটি পলিথিনের ব্যাগ রাখা হয়েছে। স্ল্যাব ভেঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন ক্ষতির সম্মুখিন হচ্ছে। পথচারীরাও বিভিন্ন সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।শুধু এখানে শেষ নয়, জিন্দাবাজার-জল্লারপাড় সড়কে রাস্তার মধ্যে ম্যানহোল রাখা হয়েছে উঁচু করে ফলে প্রায় সময় রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, এরকম অনেক স্ল্যাব রয়েছে জিন্দাবাজার এলাকায়। সিসিককে বারবার অবহিত করলেও তাতে তারা কর্ণপাত করছেন না।জেলা বারের আইনজীবী এ্যাডভোকেট আবদুর রউফ গণমাধ্যমকে জানান জিন্দাবাজারসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় এ রকম অনেকগুলো স্থানে ভাঙ্গা অবস্থায় রয়েছে। এসব দেখার দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন তা আমার বোধগম্য নয়।এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান এ প্রতিবেদককে বলেন, বিষয়টি আমাদের নজরে ছিল না।এইমাত্র আপনার মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি আমি দেখতেছি।

You might also like