জুড়ীতে ১ হাজার বৃক্ষরোপন শুরু
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ‘জুড়ী মানবিক সোসাইটি’র উদ্যোগে সবুজ জুড়ী প্রকল্পের আওতায় উপজেলাব্যাপী ১ হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর অধিনায়ক, অতিরিক্তি ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম।
জুড়ী থেকে সংবাদদাতা জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলামের সভাপতিত্বে ও জুড়ী মানবিক সোসাইটি’র সংগঠক কামরুল ইসলামের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম, এএসপি আসাবুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, ইউপি সদস্য জাকির হোসেন, আজাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে জুড়ী মানবিক সোসাইটির ভূঁয়সী প্রশংসা করে বলেন, আমি একজন কৃষিবিদ। বৃক্ষরোপনের মর্ম আমি বুঝি। সকলে মিলে বৃক্ষরোপন করি এবং নিয়মিত এর পরিচর্যা করি। তাহলে আমরা ফল পাব, কাঠ পাব, ছায়া পাব, সুন্দর পরিবেশ পাব।