জেল থেকে বেরিয়েই ছাত্রদল ছাড়লেন সিলেটের রাজন
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ ২ মাস কারাভোগ করে জামিনে মুক্তির ১০ দিনের মাথায় ছাত্রদলের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন সিলেট জেলা ছাত্রদলের (সদ্য পদত্যাগকৃত) যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিনি বর্তমানে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন।২২ ফেব্রুয়ারি বুধবার বিকেল সোয়া ৪টার দিকে বিষয়টি তিনি নিজে বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমি এখন একটি পরিবহন শ্রমিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল। তাই ছাত্রদলের অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি না। আর তাছাড়া আমার ছাত্রজীবনও শেষ। তাই ছাত্রদলে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছি।তিনি জানান, বুধবার দুপুরে সিলেট জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তাঁর পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। তবে আগামীতে জেলা বিএনপি বা যুবদল-শ্রমিক দলে যোগ দিতে পারেন বলে জানান তিনি।এর আগে আলী আকবর রাজন ২ মাস কারাভোগ করে গত ১২ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন। ওইদিন দুপুরে আদালত তাকে জামিন দেন। তারও আগে গত বছরের ৮ ডিসেম্বর আলী আকবর রাজনকে নগরির সুরমা মার্কেট এলাকা থেকে কোতয়ালি থানা পুলিশ গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো বলে গ্রেফতারকালে জানিয়েছিলো পুলিশ।