জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট নাসির খান
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান।২০ নভেম্বর রোববার সকালে জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণ শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।
এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রঞ্জিত সরকার, নগর আ’লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আইন সম্পাদক এ্যাডভোকেট আজমল আলী, কূষি সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ধর্ম সম্পাদক হাজী রইছ আলী, বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা সম্পাদক বেগম শামসুননহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহিন, উপ-দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, নগর আ’লীগের উপ-প্রচার সম্পাদক শোয়েব আহমদ, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, নির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দাল মিয়া, শাহিদুর রহমান শাহিন, আব্দুল বারী, আবু হানিফ, মোহাম্দ ফিরোজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, জাকির হোসেন, এ্যাডভোকেট মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, জেলা যুবলীগ সভাপতি ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাতীলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মৎসজীবী লীগ সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক মৃদৃল কান্তি দাস। এছাড়া জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।গত ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্ধী না থাকায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনাপ্রতিদ্বন্ধিতায় এ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন। গত ১৪ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথ বাক্য পাঠ করান।