জৈন্তাপুরে নিশাত হত্যাকান্ড দু’জনের আমৃত্যুঃ যাবজ্জীবন ২
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার চাক্তা গ্রামের চাঞ্চল্যকর উসমান গণি নিশাত হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত।১০ আগস্ট বুধবার বিকেল ৩টায় সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত সিলেটের আলোচিত উসমান গনি নিশাত হত্যাকা-ের রায় ঘোষণা করেন।আদালত সূত্র জানায়, দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক ও স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে আদালত হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় রেজওয়ান আহমদ (২৮) ও দুলাল আহমদকে (৪২) আমৃত্যু কারাদ- এবং বকুল (৪২) ও নাজিমকে (৩৫) যাবজ্জীবন কারাদ- প্রদান করেন। তবে আরেক আসামি হোসেন আহমদকে (৪৫) খালাস প্রদান করেন।এদিকে, নাজিম উচ্চ আদালত হতে জামিনে মুক্ত হয়ে বিচারকার্য ও রায়ের আগেই দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যান।বকুলও একইভাবে পলাতক।বুধবার রায় ঘোষণার পর নিহত নিশাতের পিতা মধ্যপ্রাচ্য প্রবাসী মন্তাজ আলী ময়না বলেন, আদালতের রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট।রায়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।মামলা সুত্রে জানা গেছে, ২০১৫ সনের ৩০ জুন বাড়ি থেকে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার চতুল বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে উসমান গনি নিশাত (১৭) খুন হন। পরে ২ জুলাই কানাইঘাট উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে সুতারি খাল থেকে জবাই করা ও বুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।ঐ ঘটনায় নিশাতের পিতা মন্তাজ আলী ময়না বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।