জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্স’র মাধ্যমে ঢাকা থেকে প্রধান অতিথি সিলেট-৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি নতুন এই কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, ইউএনও আল-বশিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটি’র সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ ও জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত বীর মুক্তিযোদ্ধাগণ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ।অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

You might also like