জৈন্তাপুরে ২৫১ বোতল ভারতীয় মদসহ মাদকসম্রাজ্ঞী আটক

সিলেট অফিস
সত্যবাণী

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে প্রায় তিন লাখ টাকার মাদকদ্রব্যসহ এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম উর্মি পাত্র ওরফে উর্মি (৪৫)। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি বা মোকামপুঞ্জির সুরেন্দ্র পাত্রের স্ত্রী।

জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার ঘর থেকে বিভিন্ন ব্রাণ্ডের ২৫১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন  জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।

You might also like