বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টয়েনবী হলের অভিনব আয়োজন

আনসার আহমেদ উল্লাহ
কন্ট্রিবিউটিং এডিটর,সত্যবাণী

লন্ডনঃ গত ৪ জুলাই ঐতিহাসিক টয়েনবী হল পূর্ব লন্ডনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষ্যে সম্পন্ন হল এক অভিনব আয়োজন। এটি ছিল একটি ভ্রমন ও গল্প শোনার আয়োজন।এতে গল্পকার ছিলেন কবি শামীম আজাদ।তাঁর গল্প বলার সংগে ছিলেন সংগীত পরিচালক ও বাদক পল বার্জেস এবং সংগীত শিল্পী অমিত দে। দীর্ঘ এ ওয়াকিং এ্যান্ড স্টোরিটেলিং এর উপস্থাপনায় ছিলেন স্বাধীনতা ট্রাস্টের সভাপতি জুলি বেগম।

ভ্রমন ও গল্পবলার স্থানগুলো ছিলে যথাক্রমে টয়েনবী হল, আলতাব আলী পার্ক, ফ্লাওয়ার এ্যান্ড ডীন এস্টেট, চিকসান্ড এস্টেট ও জনমত, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন, নজরুল সেন্টার এবং ক্রাইস্ট চার্চ।

প্রতিটি স্থানে বাঙালীর ইতিহাস, মুক্তিযুদ্ধের সংগে তার সম্পৃক্ততা ছাড়াও ছিল বংগবন্ধু, নজরুল ইসলাম ও একাত্তরের গল্প। দিনভর পূর্ব লন্ডনের পাঁচ পাঁচটি চিহ্নিত স্থানে পুরো দলটি আমার একাত্তরের গল্প অনুসরন করে করে গল্পশোনা ছিল সত্যি এক অভিনব ইভেন্ট।ঐতিহাসিক স্থানগুলি ঘুরে আসার পরে টয়েনবী হলের এক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।সেখানে বিভিন্ন গল্পকার তাদের একাত্তরের গল্প পরে শোনান। আর গল্পের মাজে মাজে সংগীত পরিবেশন করা হয়।পাশবর্তী হলে একাত্তরে ছবির প্রদর্শনী করা হয়।অনুষ্টানের শেষে সবাইকে দেশি খাবারে আপ্যায়ন করা হয়। পুরো অনুষ্টানটি পরিচলন করেন টয়েনবী হলের ফারহা বি।

You might also like