টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
সত্যবাণী

গায়ানা: প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ছিল বৃষ্টির বাগড়া;এবার শেষ ম্যাচেও দেখা গেল একই অবস্থা। বৃষ্টির কারণে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হতে বিলম্ব হলেও এখন আকাশ পরিষ্কার। মাঠও মোটামুটি খেলার উপযোগি।যে কারণে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় অনুষ্ঠিত হলো টস। এরপর ১২টায় শুরু হয় খেলা।

টস করতে নেমে কয়েন নিক্ষেপে জয় পেলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।গায়ানায় বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকেই তুমুল বৃষ্টি। তবে দুপুর হতে না হতেই বৃষ্টি থেমে রোদের দেখা মেলে এবং আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে।ক্রিকইনফোর রিপোর্টে বলা হচ্ছে, প্রভিডেন্স স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম খুবই ভালো। বৃষ্টি থাকার কয়েক ঘণ্টার মধ্যে মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৪৪ রান।উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটিতে বাংলাদেশ ১৪ ওভার ব্যাটিং করতে পারলেও বৃষ্টির কারণে ম্যাচ থেকেছে অমিমাংসিত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩৫ রানে।

You might also like