টসে হারলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ অবশেষে মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আলোচিত টি-টুয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সফরকারীদের অধিনায়ক ম্যাথু ওয়েড।প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এর আগে সব মিলিয়ে চারবার ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে মাঠে নেমছে দুই দল। তবে এখনও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ।চার ম্যাচের চারটিই বিশ্বকাপের ম্যাচ। এরমধ্যে ২০১৪ সালে ঘরের মাটিতেও অস্ট্রেলিয়ার সাথে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।তবে দু’বছর পর ২০১৬ সালের মার্চে ভারতের ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ে ৩ উইকেটে হার মানে টাইগাররা এবং টি-টুয়েন্টি ফরম্যাটে সেটাই ছিল অসিদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ লড়াই।