টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ৪৫ শতাংশ বৃক্ষ রোপণ লক্ষ্য অতিক্রম করেছে
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটস: গত দুই বছরে কাউন্সিল কর্তৃক প্রদত্ত ১,৪০০ টিরও বেশি গাছ টাওয়ার হ্যামলেটস্ বারায় রোপণ করা হয়েছে।নতুন এক পরিসংখ্যান দেখা যায় যে, ২০২২ সালে নির্ধারিত তিন বছরের মেয়াদে ১,০০০ নতুন গাছ রোপনের লক্ষ্য ছাড়িয়ে গেছে।কাউন্সিলের এক মিলিয়ন পাউন্ডের কর্মসূচির অংশ হিসাবে ১,৪৫১টি নতুন গাছ বিতরণ করা হয়েছে।এর ফলে, বরো জুড়ে রাস্তার পাশে ৭০২টি নতুন গাছ, ৪৫৫টি পার্ক এবং সবুজ জায়গায় নতুন গাছ এবং হাউজিং এস্টেট জুড়ে ২৯৪টি গাছ রোপণ করা হয়েছে।এই নতুন গাছগুলির পাশাপাশি কাউন্সিল আরও ১,৯৭৬ টি গাছ লাগিয়েছে, যেগুলির অর্থায়ন হয়েছে মূলধনের মিশ্রণ এবং বহিরাগত অনুদানের তহবিল এবং একই সাথে ট্রি ফর ট্রিজ এর মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দেয়া অনুদান থেকে। সব মিলিয়ে গত দুই বছরে ৩,৪২৭ টি গাছ লাগানো হয়েছে।
আসন্ন শীত/বসন্ত বৃক্ষরোপণ মৌসুমে কাউন্সিলের অর্থায়নে আরও প্রায় ২ শতাধিক গাছ লাগানোর কথা রয়েছে।টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমি খুবই গর্বিত যে আমরা শুধু লক্ষ্যে পৌঁছাইনি, বরো জুড়ে ১,০০০টি নতুন গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অতিক্রম করেছি।পরিষ্কার, দূষণমুক্ত নান্দনিক বারা গড়ে তুলতে বৃক্ষ এবং সবুজ পরিবেশ অত্যাবশ্যক।মেয়র বলেন, “এই ১ মিলিয়ন পাউন্ডের তহবিলটি আমাদের বরোকে সবুজ করার জন্য ব্যবহার করা অব্যাহত থাকবে — আমরা এই তহবিলের সহায়তায় এই শীতে এবং বসন্তের রোপণ মৌসুমে ২০০ টিরও বেশি নতুন গাছ লাগানোর আশা করছি।কাউন্সিলের পরিবেশ ও জলবায়ু জরুরী বিষয়ক কেবিনেট মেম্বার কাউন্সিলর শফি আহমেদ বলেন, “আমাদের পাবলিক স্পেসগুলিকে সুন্দর করতে, আমাদের রাস্তা এবং পার্কগুলিকে সবার জন্য আরও ভাল করে তুলতে গাছগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছগুলি আমাদের বোরোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আরও স্থিতিস্থাপক করতে এবং কার্বন ডাই অক্সাইড ও সালফার ডাই অক্সাইডের মতো দূষক শোষণ করে বায়ুর গুণমান উন্নত করতে সহায়তা করে।তিনি বলেন, “আরও গাছ লাগানো, বিশেষ করে এমন এলাকায় যেখানে আরও সবুজের প্রয়োজন আছে, সেখানে বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একই সাথে এটা নিশ্চিত করা যে, গাছ আমাদের জন্য যে স্বাস্থ্য ও পরিবেশগত সুবিধাগুলি প্রদান করে তা আমাদের সর্বস্তরের বাসিন্দারা উপভোগ করতে পারেন।”
আরও তথ্যের জন্য, আপনি আমাদের ২০২০—২০২৫ ট্রি ম্যানেজমেন্ট কৌশল পড়তে পারেন।আপনি কী গাছ লাগানোর সাথে জড়িত হতে আগ্রহী? চ্যারিটি সংগঠন ট্রি ফর স্ট্রিটজ—এর সাথে অংশীদারিত্বে কাউন্সিল স্থানীয় বাসিন্দাদের এবং ব্যবসায়ীদের তাদের নিজেদের আশেপাশের এলাকায় বৃক্ষ রোপনে পৃষ্ঠপোষকতায় সহায়তা করে।আপনি যদি ২০২৪ সালের নভেম্বরের শেষের আগে একটি গাছ স্পন্সর করেন তবে আপনার গাছটি এই শীতকালীন ২০২৪—বসন্ত ২০২৫ রোপণ মৌসুমে রোপণ করা হবে। এ ব্যাপারে আরো তথ্য জানতে ভিজিট করুনঃ www.treesforstreets.org/towerhamlets