টাওয়ার হ্যামলেটস বরার অভিভাবকদের জ্ঞাতার্থে

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ যদি আপনার বাচ্চা অসুস্থ্য হয় এবং এটি করোনাভাইরাস না হয়, তাহলে আপনি কী করবেন, সে ব্যাপারে অভিভাবকদের করনীয় সম্পর্কে চিকিৎসকরা একটি নির্দেশিকা প্রকাশ করেছেন।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সময়ে সরকার ও এনএইচএস এর নির্দেশনা অনুযায়ি ঘরের থাকাটা যেখানে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আপনার শিশু অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে কী করবেন সেটা নিয়ে আপনি খানিকটা বিভ্রান্ত হতে পারেন।চিকিৎসার প্রয়োজনে কোথায় যেতে হবে, সেব্যাপারে অভিভাবকদের জন্য এক পৃষ্ঠার একটি গাইড প্রকাশ করেছেন চিকিৎসকরা।টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবাসইট www.towerhamlets.gov.uk – এ গিয়ে

Parents guide to coronavirus – লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ সকল তথ্য।অনুগ্রহ করে এটা মনে রাখবেন যে, এনএইচএস ১১১, জিপি এবং হসপিটালগুলো আগে যেভাবে চিকিৎসা সেবা দিয়েছেন, এখনো সেভাবেই তা করে যাচ্ছেন।

You might also like