টাওয়ার হ্যামলেটসে অসামাজিক আচরণজনিত কার্যকলাপ দমনে অভিযান,এক হাজারটি জরিমানা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস্ বারায় অসামাজিক এবং অগ্রহণযোগ্য আচরণ মোকাবেলা করার জন্য পরিচালিত সেইফার নেইবারহুড অপারেশন বা অভিযানের সময় এক হাজারটির মত জরিমানা নোটিশ জারি করা হয়েছে।সর্বশেষ পরিসংখ্যানে জানা যায়, ২০২২ সালের মার্চ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত সময়কালে ইউনিফর্ম পরিহিত টহলদানের মোট ঘন্টা ছিলো ১৪,০০০।এই সময়কালে ৮০০টি মৌখিক সতর্কীকরণ, ২৮০টি লিখিত সতর্কীকরণ এবং ৬০০ টি বিশেষভাবে অসামাজিক আচরণের (এএসবি) জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।এছাড়াও ৫০টি নাইট্রাস অক্সাইড জব্দ করা হয় এবং পাবলিক প্লেসে প্রস্রাব করার অপরাধে ১০৫টি জরিমানা, যত্রতত্র ময়লা ফেলার জন্য ৮৫ টি জরিমানা, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যবসা করার জন্য ১৪৩টি জরিমানা এবং একটি পাবলিক প্লেসে নাইট্রাস অক্সাইড ব্যবহার করার জন্য ১৫৯টি জরিমানা করা হয়েছে।
১ জুলাই থেকে চলা এন্টি—সোশ্যাল বিহেভিয়ার উইক বা অসামাজিক আচরণ সপ্তাহের আগে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

সমাজবিরোধী কার্যকলাপ সম্পর্কে কীভাবে রিপোর্ট করতে হয় তা তুলে ধরতে এবং রিপোর্ট করার ব্যাপারে বাসিন্দাদেরকে উৎসাহিত করার জন্য কাউন্সিল বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের আয়োজন করে।যে বাসিন্দারা এএসবি সম্পর্কে রিপোর্ট করেছেন এবং সমস্যাটি সফলভাবে মোকাবেলা করেছেন তারা তাদের গল্পগুলি শেয়ার করছেন যাতে অন্যরা রিপোর্ট করতে উৎসাহিত হন।নাম প্রকাশে অনিচ্ছুক বেথনাল গ্রীনে র একজন বাসিন্দা বলেছেন, “তাদের আবাসিক রাস্তায় গাড়ি পার্কিং, উচ্চস্বরে গান বাজানো, নাইট্রাস অক্সাইড ব্যবহার এবং অতিরিক্ত উচ্চ শব্দজনিত সমস্যা ব্যাপারে তারা কাউন্সিলের সাথে যোগাযোগ করেছিলেন।বাসিন্দা ব্যাখ্যা করেছেন: “পুরো রাস্তাটাই ছিলো বিরক্তিকর। আমার একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্যগত অবস্থা আছে এবং যদি আমি পর্যাপ্ত ঘুম না পাই, তবে আমার লক্ষণগুলি আরও খারাপ হয়। এই সমস্যাটি আমার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছিল। একটি গাড়ি ছিল যা বিশেষত খারাপ ছিল কিন্তু আমি তাদের থামতে বললে তারা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে।তিনি বলেন, “আমি কাউন্সিল এবং আমার স্থানীয় কাউন্সিলরকে ইমেল করেছিলাম এবং তারা আমার ওয়ার্ডের এএসবি অফিসারের সাথে যোগাযোগ করেছিলেন যিনি একটি কর্মপরিকল্পনা তৈরি করেন। আমাদের কাছে গাড়ির নম্বর প্লেট থাকায় তারা গাড়ির মালিককে চিঠি লিখে বিরত থাকতে বলেছিলো। টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারররাও পরিদর্শন করেছেন। ধন্যবাদ, বিশেষ করে খারাপ গাড়িটি আর ফিরে আসেনি।”

তিনি বলেন, কাউন্সিল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়ায় আমরা খুব সন্তুষ্ট হয়েছি। কারণ এটি আমার জীবনে বেশ প্রভাব ফেলছিল।অন্য একজন বাসিন্দা বলেছেন: “কতিপয় লোক উডস্টক টেরেসের পপলার রিক্রিয়েশন মাঠের একটি স্মৃতিস্তম্ভের চারপাশে জড়ো হতো। তারা প্রকাশ্যে মদ্যপান করতো, মাদক ব্যবসা করতো। তাদের চিৎকার চেচামেচি আর উচ্চস্বরে গান বাজানোর কারণে আমাদের জীবন হয়ে উঠেছিলো দুর্বিষহ।আমি কাউন্সিলের অসামাজিক আচরণ দলের সাথে যোগাযোগ করি এবং এই সমস্যা সমাধানের দায়িত্বটি একজন অফিসারকে দেওয়া হয়েছিল। তারা একটি কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমাকে ঘটনার একটি ডায়েরি রাখতে বলেছিল।তারা এই তথ্যটি টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের (থিও) টহল দেওয়ার সময় ব্যবহার করেছিল যখন লোকেরা সেখানে ছিল এবং সেই তথ্য সেইফার নেইবারহুড টিমকেও দিয়েছিল।তিনি বলেন, “এনফোর্সমেন্ট অফিসাররা অসামাজিক আচরণকারীদেরকে কয়েকবার পার্ক থেকে বের করে দেন। এবং স্থায়ীভাবে সমস্যার সমাধানে পদক্ষেপ নেন। এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে আছে। যদিও কিছু ব্যক্তি এখনও স্মৃতিস্তম্ভের কাছাকাছি আশেপাশে ঘুরাফেরা করে, তবে আগেরগুলোর মতো কিছুই নয়।কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেছেন, “আমরা জানি যে সমাজবিরোধী আচরণজনিত কার্যকলাপ আমাদের বারার বৃহৎ অংশেই একটি সমস্যা। যার কারণে আমরা এটি মোকাবেলা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা অতিরিক্ত থিও নিয়োগ খাতে ২.৯ মিলিয়ন পাউন্ড এবং আরো পুলিশের জন্য ১.৫ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছি।
তিনি বলেন, “তবে, এই সমস্যা মোকাবেলায় সফল হতে হলে অসামাজিক কার্যকলাপ সম্পর্কে আমাদের বাসিন্দাদেরকে অবশ্যই রিপোর্ট করতে হবে। যদিও আমরা সরাসরি সকল রিপোর্টের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে সক্ষম নাও হতে পারি, তথাপি আমরা প্রাপ্ত তথ্য ব্যবহার করে এএসবি—এর প্যাটার্নগুলির একটি ছবি তৈরি করতে পারি, যা অসামাজিক কার্যকলাপের হট—স্পটগুলিকে চিহ্নিত করতে এবং দক্ষতার সাথে সম্পদের ব্যবহারের মাধ্যমে সমস্যা মোকাবলা করতে আমাদেরকে সাহায্য করে।কাউন্সিলের ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/lgnl/community_and_living/community_safety__crime_preve/anti-social_behaviour/anti-social_behaviour.aspx) গিয়ে এএসবি সম্পর্কে রিপোর্ট করতে পারেন।

You might also like