টাওয়ার হ্যামলেটসে লক্ষাধিক মানুষকে টিকাকরণ সম্পন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস বারার ১ লাখেরও বেশি বাসিন্দা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। কাউন্সিল এবং বারায় নিয়োজিত স্বাস্থ্য বিষয়ক সকল পার্টনারদের জন্য এটি একটি অসাধারণ অর্জন।৯ মে টিকাকরণের এই অনন্য মাইলফলক স্পর্শ করেছে বারা। ৫টি অগ্রাধিকার গ্রুপে থাকা বাসিন্দাদের ৮০ শতাংশই তাদের প্রথম ডোজ টিকা নিয়েছেন। এছাড়া ৩০ হাজারেরও বেশি লোক এরি মধ্যে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।গবেষণায় দেখা গেছে যে, টিকা দেওয়ার ফলে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করে এবং সংক্রমণের ঝুঁকিও কমায়। টেস্টিং অর্থাৎ পরীক্ষার পাশাপাশি গণ টিকাকরণ ভবিষ্যতে কোন ধরনের লকডাউন এড়ানোর অন্যতম উপায়।

টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে টিকা নেয়া। এই টিকাকরণের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে পেরে আমি আনন্দিত এবং যাদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এনএইচএস এর ইতিহাসে এটি হচ্ছে সর্ববৃহৎ টিকাকরণ কর্মসূচি এবং এই মাইলফলক ছোঁয়া বা এই পর্যায়ে পৌঁছানো কোন গড়পড়তা ঘটনা নয়। আমাদের বারার সকল কমিউনিটির লোকজনকে তাদের টিকা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা প্রদানে কাউন্সিল হিসেবে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর পর থেকে এ সংক্রান্ত যাবতীয় তথ্য, যেমন টিকার কার্যকারিতা, নিরাপত্তা এবং যে কোন প্রশ্নের উত্তর লোকজনকে আমরা আমাদের সকল অংশীদার ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে কাজ করে যাচ্ছি। এছাড়া ইস্ট লন্ডন মসজিদ সহ বিভিন্ন স্থানে অস্থায়ী কমিউনিটি ক্লিনিক স্থাপন করা সহ ভ্যাকসিন রোড শো ও ওয়েবিনার সমূহেরও আয়োজনে সহযোগিতা করেছে কাউন্সিল।

ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডাল্টস, হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর র‌্যাচেল ব্ল্যাক বলেন, স্থানীয় পর্যায়ে টিকাকরণ কর্মসূচিকে গোটা কমিউনিটি যেভাবে সমর্থন করেছেন, তাদের সেই কঠোর পরিশ্রমেরই সাক্ষ্য হচ্ছে এই মাইলফলক অর্জন। আমাদের লোকাল এনএইচএস ও স্বেচ্ছাসেবী গণ থেকে শুরু করে কমিউনিটি চ্যাম্পিয়ন ও টিকা গ্রহণকারী বাসিন্দা – সবার সম্মিলিত প্রচেষ্টাই এটা সম্ভব হয়েছে। আমাদের সকলকে নিরাপদ রাখতে এটি সাহায্য করছে। মাইল এন্ডের আর্ট প্যাভিলিয়নে আমি আমার ভ্যাকসিনটি নিয়েছি এবং বারায় আরো অধিক সংখ্যক ওয়াক-ইন ক্লিনিক স্থাপনে আমরা জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা এটা জানি যে, টিকা পাওয়ার যোগ্য এমন বহু লোক এখনো টিকা নেননি। যারা এখন টিকা পাওয়ার যোগ্য তাদেরকে অবিলম্বে তাদের ভ্যাকসিন নিতে এপয়েন্টমেন্ট বুক করার জন্য আমি অনুরোধ করছি। টিকাকরণ যেমন নিজেকে সুরক্ষিত রাখে, তেমনি প্রিয়জনদের সুরক্ষা দেয়।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং এনএইচএস সম্প্রতি #আইহেডমাইজাব নামে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। টিকা নিতে অন্যদের উৎসাহিত করতে টিকা গ্রহণের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য লোকজনকে উৎসাহিত করতে এই ক্যাম্পেইন চালানো হচ্ছে।এছাড়া টিকা লাভের যোগ্য লোকদের এপয়েন্টমেন্ট বুক করতে সহযোগিতা প্রদান এবং টিকা সম্পর্কিত যে কোন উদ্বেগ বা প্রশ্নের উত্তর দিতে কাউন্সিল একটি হেল্পলাইন চালু করেছে। এই হেল্পলাইনের নাম্বার হচ্ছে ০২০ ৭৩৬৪ ৩০৩০। যাদের প্রথম ভাষা ইংরেজি নয়, তাদেরকে সহযোগিতা করতে হেল্পলাইনে কর্মরতরা বাংলা সহ ৮টি কমিউনিটি ভাষায় কথা বলতে পারেন।।টাওয়ার হ্যামলেটসে কোভিড-১৯ এর ভ্যাকসিন সম্পর্কে আরো তথ্য জানতে হলে ভিজিট করুনঃ www.towerhalets.gov.uk/vaccine

You might also like