টাওয়ার হ্যামলেটস্ মেন্টাল হেলথ ক্রাইসিস লাইন
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ মানসিক স্বাস্থ্য সংকটে রয়েছেন, বারার এমন লোকজনদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য টাওয়ার হ্যামলেটস্ মেন্টাল হেলথ ক্রাইসিস লাইন চালু করা হয়েছে।সম্পূর্ণ ফ্রি ফোন নাম্বার ০৮০০ ০৭৩ ০০০৩ এ কল করে দিনের ২৪ ঘন্টাই মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পেশাদার পরামর্শকদের কাছ থেকে সহায়তা ও পরামর্শ পাওয়া যাবে।টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী ও কর্মসূত্রে অবস্থানকারীরা যদি এই ক্রাইসিস লাইন সম্পর্কে আরো তথ্য জানতে চান, তাহলে তারা আগামী ২৪ মে মঙ্গলবার বেলা ১২ টায় জুম ওয়েবিনারে যোগ দিতে পারেন। ওয়েবিনারে এই সার্ভিস সম্পর্কিত সকল তথ্য তুলে ধরার পাশাপাশি কী ধরনের সাপোর্ট পাওয়া যাচ্ছে, সে সম্পর্কে প্রশ্ন করার সুযোগ পাওয়া যাবে। ওয়েবিনারে যোগ দিতে আগ্রহীরা elft-nhs-uk.zoom.us/webinar/register/WN_UMEvd9MQR9mX6t3FZDqWFg – এই ওয়েবসাইট ভিজিট করে নাম নিবন্ধন করতে পারেন।
মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ
৯ থেকে ১৫ মে সপ্তাহটি পালন করা হচ্ছে মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ হিসেবে। এ বছরের এই সপ্তাহের ক্যাম্পেইনে একাকীত্বের ওপর বিশেষভাবে দৃষ্টি দেয়া হয়। কারণ , দীর্ঘমেয়াদি একাকীত্ব মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যেমন হতাশা ও উদ্বিগ্ন হওয়া।“এনএইচএস বেটার হেলথঃ এভরি মাইন্ড ম্যাটার্স” ক্যাম্পেইনের অংশ হিসেবে নিঃসঙ্গ বোধ করতে পারে এমন কাউকে সাহায্যের মাধ্যমে ‘নিঃসঙ্গতা থেকে বের করে আনতে’ একটি সাধারণ পদক্ষেপ নিতে লোকজনকে উদ্বুদ্ধ করা হচ্ছে।পাঁচ বছর আগে, যে কোন বয়স ও ব্যাকগ্রাউন্ডের মানুষের ওপর সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্বের ক্ষতিকর প্রভাব কে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল গুরুত্বের সাথে চিহ্নিত করেছিলো। ফলস্বরূপ, কাউন্সিল একটি লোনলিনেস টাস্কফোর্স চালু করে, ছোট আকারে একটি অনুদান প্রকল্পও চালু করা হয় এবং সম্প্রতি চালু করা হয়েছে টাওয়ার হ্যামলেটস সংযোগ নেটওয়ার্ক, যা এই বারায় একাকীত্ব ও সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া লোকজনের সহায়তা সহযোগী সকল সংস্থাকে একযোগে কাজ করার সুযোগ করে দিয়েছে। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুনঃ www.nhs.uk/every-mind-matters/lifes-challenges/loneliness/