টিকা নিতে ৩ লাখ ২৮ হাজার জনের নিবন্ধন
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রায় ৩ লাখ ২৮ হাজার জন টিকা নেওয়ার আগ্রাহ প্রকাশ করে নিবন্ধন করেছেন।রাজধানীসহ সারা দেশে ১ হাজার ৫টি হাসপাতালে আগামীকাল রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হচ্ছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।
সংশ্লিষ্টরা জানায়, অনলাইনে করোনার টিকা গ্রহণে নিবন্ধনে জটিলতা না থাকলে নিবন্ধনের সংখ্যা আরও বাড়তো। কার্যক্রমের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ বেশ কয়েকজন মন্ত্রী টিকা নেবেন।
গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনা টিকা প্রদান শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রাথমিকভাবে ৫৪১ জনকে টিকা প্রদান করা হয়।