টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ মহামারি করোনা প্রতিরোধে আগামীকাল টিকা নেবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।বুধবার (১০ মার্চ) বিকাল ৫টার দিকে রাষ্ট্রপতি এই টিকা নেবেন। বঙ্গভবন প্রেস উইং থেকে এই তথ্য জানা গেছে।এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৪ ফেব্রুয়ারি তার ছোট বোন শেখ রেহানা করোনার টিকা নেন।গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ লাখ ৬০ হাজার ৫০৬ জন ও নারী ১৪ লাখ ৫৩ হাজার ৪৫৭ জন।এ দিকে, এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৬৬ জন।