টিকার আওতায় দেশের ২ কোটি ১৩ লাখের বেশি মানুষ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত সংক্রমণ প্রতিরোধী টিকা নিয়েছেন সারাদেশের মোট ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ জন মানুষ। এরমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন। এছাড়া ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ১ লাখ ৭৪ হাজার ৮৮০ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৯৩ হাজার ৫৪১ জন ও নারী রয়েছেন ৮১ হাজার ৩৩৯ জন। একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৩৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৫৫ হাজার ৮৬০ জন ও ১ লাখ ১০ হাজার ৬৫ জন নারী।
এ দিকে, গত ১৬ আগস্ট বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪৭ হাজার ৩২৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। এরমধ্যে পুরুষ ৭৮ হাজার ২৭২ জন ও ৬৯ হাজার ৫৩ জন নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জনে। এছাড়া সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২১৩ জন। এরমধ্যে পুরুষ ৮৬ হাজার ৬৬ জন ও নারী ৬০ হাজার ১৪৭ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন।এ দিকে, সোমবার মডার্নার প্রথম ডোজের টিকা নেন ২৭ হাজার ৫২৮ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ২৫২ জন ও নারী ১২ হাজার ২৭৬ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৮৫ হাজার ৬৮৮ জন। একই সময়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন। এরমধ্যে পুরুষ ৩০ হাজার ৩৫২ জন ও নারী ১৮ হাজার ৩৬১ জন। এ নিয়ে মডার্নার দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৯৩ হাজার ৪৩ জনে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ফাইজারের কোনো টিকা দেওয়া হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতা ৫০ হাজার ২৫৫ জন। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ হাজার ১৬৯ জন। এরমধ্যে পুরুষ ৮৯০ জন ও নারী ২৭৯ জন। এ নিয়ে দেশের মোট ৪০ হাজার ২১৩ জন মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন।এছাড়া গত ২৪ ঘণ্টায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১০ জন। গতকাল ১৬ আগস্ট পর্যন্ত এ টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। এরমধ্যে পুরুষ ৩৮ হাজার ৫৫২ জন ও নারী ৩১ হাজার ২৮৮ জন। এ নিয়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন।উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমদিকে শুধুমাত্র এই টিকা দেওয়া হলেও পরবর্তীতে চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা তালিকায় যুক্ত হয়।