টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর মহাখালী শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেন তিনি।এরআগে,গত ১৯ জুলাই একই হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি।সাবেক এ প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধার মাধ্যমে গাড়িতে বসেই টিকা দেওয়া হয়।এসময় তার সাথে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বেশ কিছু নেতাকর্মী।চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার জন্য বের হন বেগম জিয়া।এর আগে দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চিকিৎসকরা ফিরোজায় যান।