ট্রেনে আগুন জ্বালিয়ে মানুষ হত্যার প্রতিবাদ ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’র

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ

 

অগ্নিসংযোগ, ভাংচুর, নিরীহ মানুষের উপর অত্যাচার কিংবা হত্যার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন’। বিবৃতিতে দুস্কৃতিকারীদের দ্রুত শাস্তির দাবিও জানানো হয়েছে।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এই বিবৃতি প্রকাশ করেন।বিবৃতিতে বলা হয়, অগ্নিসংযোগ, ভাংচুর, নিরীহ মানুষের উপর অত্যাচার, হত্যার মধ্য দিয়ে যারা আন্দোলনের ইতিবাচক বিজয় খুঁজে বেড়ায় তাদের এই অপরাজনীতি মানুষ কখনো গ্রহণ করবে না। আমরা রাজনীতির এই অসুস্থ চিন্তা থেকে বের হয়ে এসে জনগণের সুরক্ষার ও সমতাসূচক সমাজ প্রতিষ্ঠায় গণমূখী কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখতে আহ্বান জানাই।তারা বলেন, আমরা সকল ধরনের জালাও পোড়াও, সন্ত্রাস, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশের সকল গণতন্ত্রমনা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রেণী-পেশার সংগঠন, ছাত্র, যুব, নারী সংগঠন ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই। একই সাথে ট্রেনে অগ্নি সংযোগকারীদের কঠোর শাস্তির দাবী জানাই।

You might also like