ডা. জাফরুল্লাহকে ফের দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরীকে দ্বিতীয়বার দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ বি এম আব্দুল্লাহ।আজ শুক্রবার দুপুরে তিনি ডা.জাফরুল্লাহকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে যান।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা.আব্দুল্লাহ দীর্ঘ সময় একে অপরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন।ডা.আব্দুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।এ সময় ডা. জাফরুল্লাহ ডা. আব্দুল্লাহকে গণস্বাস্থ্যের চিকিৎসা গবেষণা উইংয়ের মূল দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব করেন।ডা. আব্দুল্লাহ এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা.নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরমান।