ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার সহ্য করব না: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

জাতীয় সংসদ ভবন থেকেঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,হ্যাকিং বন্ধ করার জন্য আরও একটা আইন করা হয়েছে,ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট।এটা এই দেশের জন্য প্রয়োজন।কিন্তু এই আইনের অপব্যবহার সহ্য করব না।বুধবার (৮ জুলাই) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পাসের প্রস্তাব উত্থাপনের আগে বিরোধী দলীয় সংসদ সদস্যদের তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন,হ্যাকিং এর জন্য একটা আইন করা হয়েছে।ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট।এই হ্যাকিং সাইবার ক্রাইম বন্ধ করার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে।এই অ্যাক্টের মাধ্যমে সেটা হয় না এটার জন্য স্পেসিফিক অপরাধ সৃষ্টি করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে এবং সেখানেও সংসদসহ সকল স্টেক হোল্ডারদের মতামত নেওয়া হয়েছে। সেটা নিয়েও কথা।ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই দেশের জন্য প্রয়োজন।কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার সহ্য করব না।

You might also like