ডেঙ্গু জ্বরে মারা গেলেন নড়াইল পৌরসভার মেয়র

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা ২০মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো বোন শাহিনা আক্তার।পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসাপতালে ভর্তি হন। পরে তার ডেঙ্গু ধরা পড়ে। অবস্থার অবনতি হলে গত ১৮ নভেম্বর দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে ছিলেন। এক সপ্তাহ ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাকালে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমালেন।

জাহাঙ্গীর বিশ্বাস ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নড়াইল পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ১১ হাজার ২শ ৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন।২০১৯ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।এছাড়া দীর্ঘদিন ধরে তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।এদিকে মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুর খবরে নড়াইলের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

You might also like