ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন হাসপাতালে ভর্তি হয়েছে ১০৯৪ জন।গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৬০০ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯৪ জন ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫২ জন।আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৩৩২ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪১৮ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪০ হাজার ১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ১৪৮ এবং ঢাকার বাইরে ১২ হাজার ৯৫৩ জন।অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে ঢাকায় ২৪ হাজার ৭২৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৪৭৫ জন।

You might also like