ঢাকা ছাড়লেন আরও ৩৪০ কানাডিয়ান

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ তৃতীয় দফায় কানাডার ৩৪০ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।রবিবার (১০ মে) কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়েট প্রিফন্টেইন এক বার্তায় জানিয়েছেন, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ উড়োজাহাজে ৩৪০ জন কানাডার নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি টোরেন্টো যাবে। কানাডার নাগরিকদের নিজ দেশে পৌঁছাতে সহায়তার জন্য তিনি বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।কানাডার হাই কমিশন জানায়, এর আগে দুই দফায় কানাডার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। রোববার তৃতীয় দফায় ঢাকা ছেড়েছেন ৩৪০ নাগরিক। আগামী ১৮ মে চতুর্থ ও শেষ দফায় নাগরিকদের নিয়ে আরও একটি বিশেষ ফ্লাইট কানাডা যাবে।

You might also like