তালতলায় যুবকের দুঃসাহসিকতায় ২ ছিনতাইকারী আটক
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ নগরির তালতলা এলাকায় এক যুবকের দুঃসাহসী ভূমিকায় ২ ছিনতাইকারী ধরা পড়েছে। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ২ ছিনতাইকারী হল, সিলেটের মোগলাবাজার থানার কুচাইয়ের আব্দুল মুনিমের ছেলে ইয়ামিন আহমদ (২৮) ও ঠাকুরগাঁও জেলার আব্দুল মুমিনের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন এক যুবক। তখন তিনি ফোনে কথা বলছিলেন। নগরির তালতলায় হঠাৎ করে মোটরসাইকেলে আসা ২ যুবকের পেছনের ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন ওই যুবক তড়িৎগতিতে মোটরসাইকেলের পেছনে বসা ছিনতাইকারীর শার্টের কলার ধরে ফেলেন। ওই অবস্থায় ছিনতাইকারীরা তাকে টেনে-হিঁচড়ে নেয়ার চেষ্টা করে। তাকে টেনে নিয়ে যাওয়া হয় পার্কভিউ হাসপাতালের সামনে। সেখানে গিয়ে মোটরসাইকেলটি কাত হয়ে পড়ে যায়। তখনও ওই যুবক ছিনতাইকারীর কলার ছেপে ধরেছিলেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে ২ ছিনতাইকারীকে ধরে ফেলেন। এরপর শুরু হয় গণধোলাই। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে দু’জনকে আটক করে নিয়ে যায়। জব্দ করা হয় তাদের নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলটিও। গণধোলাইয়ে আহত হওয়ায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ দুই ছিনতাইকারীর বিরুদ্ধে এক পুলিশ সদস্য বাদী হয়ে আজ ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে মামলা করেছেন। কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।