তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কয়লাসহ নৌকা আটক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কয়লা, চিনিসহ নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাহিরপুর থেকে সংবাদদাতা জানান, বিজিবি হেডকোয়ার্টার সূত্র জানিয়েছে ৫ এপ্রিল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্ব একটি টহল দল সীমান্তবর্তী দুধের আউটা গ্রামের সামনের পাটলাই নদী থেকে অবৈধভাবে নিয়ে আসা ১১শ কেজি ভারতীয় কয়লা এবং ইঞ্জিনসহ একটি স্টিল বডি নৌকা আটক করে।এইদিকে ৪ এপ্রিল মঙ্গলবার একই বিওপি’র টহলদল লাকমা সীমান্তের পশ্চিম লাকমা নামক স্থান থেকে ১৫শ কেজি ভারতীয় কয়লা এবং একই দিন টেকেরঘাট বিওপি’র টহল দল টেকেরঘাট নামক স্থান থেকে ১৩শ কেজি ভারতীয় কয়লা আটক করে। এছাড়া একই তারিখে মাটিয়াবন বিওপি’র টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান থেকে ৮৫ কেজি ভারতীয় চিনি আটক করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় কয়লা, স্টিল বডি নৌকা, চিনি সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেয়া হচ্ছে। তিনি বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

You might also like