তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনের ভোট গণনার সময় মারধরের ঘটনায় তিন সহকারী এটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।তাদের মধ্যে দুইজন আরেক সহকারী এটর্নি জেনারেল সাইফকে মারধরের মামলার এজাহারভুক্ত আসামি। আজ এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ।অব্যাহতি পাওয়া আইন কর্মকর্তাগণ হলেন- সহকারী এটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, জাকির হোসেন মাসুদ ও শ্যামা আক্তার।সুপ্রিমকোর্ট বার-এর ২০২৪ সেশনের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় ৬ ও ৭ মার্চ। ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল গণনাকে কেন্দ্র করে বহিরাগতরা সমিতির অডিটেরিয়ামে প্রবেশ করে। সেখানে এক সহকারি এটর্নি জেনারেলকে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০ জনের নামোল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনের সম্পাদক প্রার্থী ও সাবেক দুইবারের সম্পাদক সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ৬ জন গ্রেফতার রয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনেরপরিপ্রেক্ষিতে দেয়া আদালতের আদেশ অনুযায়ী তারা এখন জিজ্ঞাসাবাদে পুলিশের রিমান্ডে রয়েছেন।