তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর মৃত্যু
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
তুরস্কঃ: ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে আফগান, পাকিস্তানি ও বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বহনকারী একটি মিনিবাস বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়।ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। খবর প্রকাশ করেছে ডেইলি সাবাহ ও বার্তা সংস্থা রয়টার্স।কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (১১ জুলাই) মুরাদিয়ে জেলায় খাদে পড়ার পর গাড়িতে আগুন লেগে যায়।এরপর সঙ্গে সঙ্গেই তুরস্কের দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) থেকে চিকিৎসক দল, দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী ও জরুরি কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ও উন্নত জীবন শুরু করার উদ্দেশে ইউরোপে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের মূল ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে তুরস্ক। বিশেষ করে যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে পালিয়ে আসছে।