ত্রাণ নিয়ে অপপ্রচার চলছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ত্রাণ বিতরণ নিয়ে একটি মতলবি মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বুধবার (১৩ মে) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।দেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করা রইলো।তিনি আরো বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছ, এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। দুর্যোগ কালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য যোগ করেন সেতুমন্ত্রী।

You might also like