দক্ষিণ সুনামগঞ্জে ৩৪০ টি পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্র্রী
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের হতদরিদ্র ৩৪০ টি পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্র্রী এম এ মান্নান।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ৮ টি ইউনিয়নের হতদরিদ্র ৩৪০ টি পরিবারের মাঝে ৫ লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন,উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন প্রমুখ।পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন,মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় আল্লাহকে স্মরণ করুন সকলকে সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী এই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।