দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি শিগগির ঘোষণা হতে পারে

সত্যবাণী

সিলেট অফিসঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়েচড়ে বসেছে সিলেট জেলা ছাত্রলীগ। নির্বাচনের আগেই ঝিমিয়ে পড়া উপজেলা কমিটিগুলোকে চাঙা করে তুলতে চায় তারা। এজন্য যেসব উপজেলায় ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে বা কমিটি নেই সেসব উপজেলায় ছাত্রলীগের কমিটি ঘোষণা দিতে কাজ করে যাচ্ছে জেলা কমিটি।

এদিকে ছাত্রলীগ সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, নগরঘেঁষা দক্ষিণ সুরমা উপজেলায় ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিলো সর্বশেষ ২০১৭ সালের ১১জুন। সেই সময় ছদরুল ইসলামকে সভাপতি ও আতাউর রহমান সানিকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে শাহরিয়ার আলম সামাদ ও এম. রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন জেলা ছাত্রলীগ।

কমিটি ঘোষণা হলেও সে কমিটি প্রত্যাশা অনুযায়ী তাদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হয়। মেয়াদকালীন সময়ে চোখে পড়ার মতো তেমন বড় কর্মসূচি হাতে নিতে দেখা যায়নি তাদের। অভিযোগ আছে, কমিটি থাকাকালীন সময়ে সভাপতি ছদরুল ইসলাম বিয়ে করে সিনিয়র’ হয়ে যান। আর সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি চলে যান প্রবাসে।

দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের প্রত্যাশা-নেতৃত্ব শূন্যতা কাটাতে রাজপথের পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেবেন জেলা নেতৃবৃন্দ। নেতাকর্মীদের সেই প্রত্যাশা পুরণের আশ্বাসও দিয়েছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা জানান, নির্বাচনকে সামনে রেখে যারা রাজপথে দলের পক্ষে কাজ করতে সক্ষম সেসব নেতাদেরই তারা বাছাই করবেন।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গণমাধ্যমকে বলেন, শুধু দক্ষিণ সুরমা-ইনয়, প্রত্যেকটি উপজেলা কমিটিতে পরীক্ষিত নেতাআমরা বাছাই করবো। যারা রাজপথে থেকে দলের পক্ষে কাজ করতে সক্ষম হবেন তাদেরই ছাত্রলীগের কমিটিতে স্থান দেয়া হবে।

জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য গত জুলাই মাসের প্রথম সপ্তাহে সিভি আহবান করা হয়েছিলো, প্রচুর সাড়া মিলেছে। এখন পর্যন্ত শতাধিক সিভি জমা পড়েছে। এগুলো আমরা যাচাই-বাছাই করছি। আশা করছি এ মাসেই কমিটি ঘোষণা করতে পারবো।

জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন, লাকী নোমান, দুলাল আহমদ, এমাদ আহমদ, আসাদুল ইসলাম লাভলু। অপরদিকে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে এখন পর্যন্ত জয়নাল আবেদীন ইমন ছাড়া আর কারো নাম পাওয়া যায়নি।

You might also like