দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র দায়িত্বে আবারও ফুলর-নুরুল

সিলেট অফিস 
সত্যবাণী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ মে শনিবার বিকেলে নগরির স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে আহূত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্ব-সম্মতিক্রমে চঞ্চল মাহমুদ ফুলরকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৪-’২৬ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এবং এর পরপরই আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোঃ সানোয়ার আলী।
উপস্থাপিত রিপোর্ট দু’টোর উপর আলোচনায় অংশ নেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য মোঃ আব্দুল মালেক, শামীম আহমদ তালুকদার, মো. আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ ও হাবিবা আক্তার।
আন্তরিক পরিবেশে আলোচনার পর উপস্থাপিত রিপোর্ট দু’টোতে কিছু সংশোধনী এনে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। পরে
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়াতে তা বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র ২০২৪-’২৬ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠনকরা হয়।
কমিটি চূড়ান্ত করার জন্য পূর্বাহ্নেই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী আহবায়ক করে এবং সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী ও দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেলকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট ‘বিষয় নির্ধারণী কমিটি’ গঠন করা হয়। পরে নির্বাহী কমিটির নাম ঘোষণা করেন শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক সত্যবাণী {যুক্তরাজ্য}), সিনিয়র সহ-সভাপতি- সাদিকুর রহমান চৌধুরী (আজকালের খবর ও আজকের সিলেট), সহ-সভাপতি- মোঃ আব্দুল মালেক (দৈনিক যুগভেরী), সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম (সিলেট প্রতিদিন ও দৈনিক জনবাণী), যুগ্ম-সাধারণ সম্পাদক-জুমান আহমেদ (দৈনিক বাংলাদেশের খবর ও ডেইলি বাংলাদেশ নিউজ), অর্থ সম্পাদক- মোহাম্মদ সানোয়ার আলী (দৈনিক সিলেটের দিনরাত), দপ্তর ও পাঠাগার সম্পাদক- সাদিকুর রহমান সোহেল (দৈনিক স্বাধীন বাংলা), তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক- ইসমাইল আলী টিপু (দৈনিক বিজয়ের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এমরান ফয়সল (দৈনিক জাগ্রত সিলেট), নির্বাহী সদস্য- মোঃ শাহ ইমাদ উদ্দিন নাসিরী (ঢাকা প্রতিদিন), শামীম আহমদ তালুকদার (দৈনিক সিলেট বাণী)।
এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, লালাবাজার ইউপি চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েছ আহমদ প্রমুখ।
পৃথক অভিনন্দন বার্তায় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমার সাহিত্য-সাংবাদিকতার ইতিহাস অত্যন্ত গর্বের এবং ঐতিহ্যের। এই অঞ্চলের লেখক-সাংবাদিকরা দেশ-বিদেশে দীর্ঘদিন থেকে সুনামের সাথে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের লেখনির মাধ্যমে দক্ষিণ সুরমার উন্নয়নে আরো উদ্যমী ভুমিকা রাখবেন বলে আমরা আশা করি।

You might also like