দক্ষিণ সুরমায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের স্টল ছাড়াও বিভিন্ন স্কুল, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার স্টল অংশ নেয়।
৯ নভেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অতিথিবৃন্দকে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ইউএনও নূসরাত লায়লা নীরা। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকার, মোগলাবাজার থানার ওসি শামসোদ্দাহা পিপিএম, দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউপি চেয়ারম্যান ইকরামুল হক, লালাবাজার ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলা শেষে অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।