দক্ষিণ সুরমার স্টারলাইট একাডেমি ও কলেজের উদ্যোগে বই-পিঠা উৎসব
নিউজ ডেস্ক
সত্যবাণী
দক্ষিণ সুরমাঃ দক্ষিণ সুরমার সোনার গাঁ আবাসিক এলাকায় অবস্থিত স্টারলাইট স্কুল ও কলেজের উদ্যোগে বই ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নতুন বছরের প্রথম দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ দুটি উৎসব পালন করা হয়।স্টার লাইট একাডেমি ও কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আনোয়ার আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রকিবুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ফজলুল রহমান কায়ছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক, বিজলিংক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল, প্রবাসী কমিউনিটি নেতা, ভাইস চেয়ারম্যান মো: আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপনা পরিচালক সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক আলিমুল এহসান চৌধুরী, বিএল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হুসাইন আহমদ, হুবার লো ফার্ম ইউকের লিগ্যাল কন্সালটেন্ট সাদিকুর রহমান,স্টার লাইট কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।আরেফিন আসাদ চৌধুরী তানেকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহমিদা বেগম।
বক্তব্য রাখেন কলেজের ভাইস প্রিন্সিপাল জাহিদুজ্জামান স্বপন, সিনিয়র প্রভাষক মুহি উদ্দিন, সহকারী শিক্ষক রকিবুল আমিন।অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে শিক্ষার্থী রিপা বেগম, নুসরাত আক্তার।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল হামরা শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দু হাই, প্রবাসী কমিউনিটি নেতা সিমন রহমান, বিজ লিংক গ্রুপের পরিচালক সাদেক খান, নজরুল ইসলাম, শফিকুল আলম মফিক , স্কুল পরিচালনা কমিটির সদস্য কামাল আহমদ প্রমুখ।