দক্ষিণ সুরমায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। ২২ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।ইউএনও নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখার কথা থাকলেও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এমপি হাবিব প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালের নাম ঘোষণা করেন। ফলে তিনি বক্তব্য রাখার পর প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য ও জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুটি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মঈন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুস আলী, পবিত্র গীতা পাঠ করেন রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত। একই দিন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

You might also like