দাউদ ইব্রাহিমকে সঙ্গে নিয়ে ভারতে হামলার পরিকল্পনা লস্করের
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারতঃ গোটা দুনিয়া যখন মহামারি করোনাভাইরাস থেকে প্রাণ বাঁচাতে ব্যস্ত সেসময় কাশ্মীরের জঙ্গি হানার ছক কষছে লস্কর-ই-তৈয়বা। এমনটাই সন্দহে গোয়েন্দা মহলের।
কেন এমন সন্দেহ? রোববার (১০ মে) ইসলামাবাদে তার ফার্ম হাউসে দেখা গিয়েছে দাউদ ইব্রাহিমকে। সেখানেই পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ও লস্কর জঙ্গিদের সঙ্গে দাউদের একটি বৈঠক হয়েছে। তার পরেই ওই আশঙ্কার সম্ভাবনা প্রবল হয়েছে।এদিকে, সোমবার ১৭ রমজান। অতীতে এই দিনের একাধিক জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। ১৭ রমজানের দিন বদরের যুদ্ধ হয়েছিল। তাই এই দিনটিকে নাশকতার জন্য বেছে নেয় জঙ্গিরা। এমনটাই ধারণা ভারতীয় গোয়েন্দাদের।গোয়েন্দা সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম জি মিডিয়ার খবর, কোথায়, কীভাবে হামলা হতে পারে তা এখনও জানা যায়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে আশঙ্কা কার হচ্ছে যে কোনো ধরনের জঙ্গি হামলা হতেই পারে।অন্যদিকে, কাশ্মীরের একটি নতুন জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এটির নাম দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। তারাই সম্প্রতি ভারতের হান্দওয়ারায় তিন সেনাকে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।