দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর ঘর পেয়ে ভাগ্য বদলেছে ৯২ পরিবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

কুমিল্লা: জেলার দাউদকান্দি উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পেয়ে ভাগ্য বদলেছে ৯২ পরিবারের প্রায় সাড়ে ৪ শতাধিক হতদরিদ্র লোকের। এক সময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না, থাকতে হতো রাস্তার পাশে বস্তিতে, খুপড়ি ঘরে কিংবা কম মূল্যের ভাড়া বাসায়।প্রধানমন্ত্রীর দেয়া জমিসহ পাকা ঘর পেয়ে এখন বদলে গেছে তাদের জীবন-জীবিকার গল্প। পাকা ঘরের সঙ্গে বিদ্যুত, পানি, স্যানিটেশন, বনায়ন ও সন্তানদের শিক্ষার জন্য স্কুল স্থাপনে এসব দরিদ্র মানুষের জীবনে লেগেছে আধুনিকতার ছোঁয়াও।
দাউদকান্দি উপজেলার ভিরতলা আশ্রয়ণ প্রকল্পে জমিসহ পাকা ঘর পেয়েছেন অর্চনা দাস ও শিবু দাস দম্পতি। একসময় মাথা গোঁজার ঠাঁই ছিল না তাদের। আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পে জমিসহ ঘর পেয়েছেন পঙ্গু আমির হোসেন ও তার স্ত্রী সেলিনা। ট্রাক দুর্ঘটনায় পা হারানো আমির হোসেনও এখন থাকছেন পাকা ঘরে। শুধু আমির নয় দারিদ্র্যতা থেকে জীবন পাল্টে যাওয়ার একই গল্প আমিরাবাদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সাথী আক্তার, ইমাম-আসমা দম্পতি, ভিরতলার সুমি আক্তার, রহিমা আক্তার, লক্ষ্মীপুরের আবুল কাশেমের পরিবারের।দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান ও সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা জানান, দুই একর সম্পত্তি উদ্ধার করে ৬০টি, গোমতী নদীর কোল ঘেঁষে ৫২টি, আমিরাবাদে ২২টি, ভিকতলায় ৯টি, কলাকোপায় ২টি, নতুন বাজারে ২টিসহ ইতোমধ্যে ৯২টি ঘর নির্মাণ করে ভূমিহীন দরিদ্রের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 

You might also like