দিরাইয়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ ও নিহতের মামলায় গ্রেপ্তার-৪
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষে একজন নিহতের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী (৫৫), চন্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী(৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া( ২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস(৩৭)।আজ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন।গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার ভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে দিরাই থানার পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত ১৭ নভেম্বর দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগের একাংশের নেতা মোশাররফ মিয়াকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী কলিম উদ্দিন। জানা যায়, সম্মেলনের দিন দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে মঞ্চে উঠতে প্রতিপক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতারাসহ উভয় পক্ষের অন্তত ৪০ নেতাকর্মী আহত হন।