দিরাইয়ে আ’লীগের সম্মেলন মঞ্চে হামলার ঘটনায় ৪ জন গ্রেফতার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী (৫৫), চন্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী (৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া (২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস (৩৭)।দিরাই থেকে সংবাদদাতা জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই তপন চন্দ্র দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন বাদী হয়ে সাবেক পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়সহ ৮১ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগকে আমলে নিয়ে এফআইআর হিসেবে গণ্য করে তদন্ত করতে দিরাই থানার ওসিকে নির্দেশ দেন।গত ১৪ নভেম্বর দুপুরে উপজেলা আ’লীগের সম্মেলন মঞ্চে উঠাকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মঞ্চে হামলা হয়। হামলাকালে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সুনামগঞ্জ জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, স্থানীয় এমপি ড. জয়া সেনগুপ্ত, মুহিবুর রহমান মানিক ও এ্যাডভোকেট শামীমা আক্তার খানমসহ কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। হামলা থেকে নিজেদেরকে রক্ষার জন্য তারা সামনে ও মাথার উপর চেয়ার তুলে ধরে আত্মরক্ষার চেষ্টা করেন।