দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৩০

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাইয়ের মথুরাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় মথুরাপুর গ্রামের দিল হক গংদের সাথে একই গ্রামের তোরণ ও সুমন মিয়া গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো সংঘর্ষ চলছে বলে জানাগেছে ।এ ঘটনায় তোরন ও সুমন মিয়ার পক্ষে ১ ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির নাম হলো নুর মোহাম্মদ। সে মথুরাপুর গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে । খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

আহতরা হলেন, মথুরাপুর গ্রামের শামারুন মিয়া, পিতা মকরব আলী, মো. আব্দুল খালেক, পিতা ছমির আলী, কামালপুর গ্রামের নুর জালালের ছেলে রেজু মিয়া, মথুরাপুর গ্রামের মৃত. ছমির আলীর ছেলে ফারুক আহমদ, কামালপুর গ্রামের গোলাম মাহমুদের ছেলে হিরণ মিয়া, একই গ্রামের নুর জালালের ছেলে মো. জাকারিয়া। অন্যান্যদেও নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি ) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like