দিল্লির আদালতে গ্যাংস্টারদের হামলা, গুলিতে নিহত ৩

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত: ভারতের রাজধানী নয়াদিল্লির আদালতে ভয়াবহ গুলিবৃষ্টির ঘটনা ঘটেছে। শহরটির রোহিনী কোর্টে কুখ্যাত গ্যাংস্টার খ্যাত জিতেন্দ্র গোগির বিরোধী গ্যাংয়ের বিরুদ্ধে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।পুলিশ সূত্রে খবর, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রোহিনী কোর্টের ২০৭ নম্বর কক্ষে গ্যাংস্টার জিতেন্দ্রর শুনানি চলছিল। তখনই সেখানে বিরোধী গ্যাংয়ের দুই সদস্য আচমকা গুলি ছুড়তে শুরু করে। এদিন উকিল সেজে আদালতে ঢুকে পড়েছিল হামলাকারীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়ে জিতেন্দ্র। এলোপাথাড়ি সেই হামলায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরও কয়েকজন। সঙ্গে সঙ্গেই পালটা হামলা চালান আদালত কক্ষে অবস্থানরত পুলিশ সদস্যরাও। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে অন্তত ছয়জনের।দিল্লির অন্ধকার জগতের অন্যতম নাম জিতেন্দ্র। নিহত গ্যাংস্টারের বিরুদ্ধে অপহরণ, খুনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির কুখ্যাত গ্যাংস্টার খ্যাত জিতেন্দ্রকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। এরপর তাকে আদালতে তোলা হয়।

সূত্রের খবর, আদালত চত্বরেই জিতেন্দ্রকে হত্যার ছক কষেছিল বিরোধী টিল্লু গ্যাং। এলাকায় আধিপত্য বিস্তার ইস্যুতে ওই গ্যাংয়ের সঙ্গে দীর্ঘদিন যাবত বিবাদ ছিল জিতেন্দ্রর দলের। সেই মতো এদিন হামলা চালায় তারা।যদিও দিল্লি পুলিশের দাবি, গ্যাংওয়ার নয়, পুলিশের গুলিতেই প্রাণ গেছে দুই আততায়ীর।এ দিকে দিনে দুপুরে খোদ দিল্লির বুকে এমন ঘটনা নব্বইয়ের দশকের মুম্বাইয়ের কথাকেই যেন মনে করিয়ে দিল। সে সময় ‘আন্ডারওয়ার্ল্ডের’ রক্তাক্ত অভ্যন্তরীণ লড়াইয়ে লাল হয়ে উঠেছিল বাণিজ্যিক নগরীর পথ।মূলত তারপরই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযান ও এনকাউন্টার পর্বে দয়া নায়কদের মতো পুলিশ অফিসারদের উত্থান। এবার রাজধানীর বুকে এই গ্যাংওয়ার তেমনই কোনো ঘটনার আগাম সংকেত কি-না, তা সময়ই বলবে বলে মোট সংশ্লিষ্টদের।

You might also like