দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ এবং সে দেশ দিল্লির চোখ দিয়ে ঢাকাকে দেখে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগানের সৌজন্য সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখে— এটি আমাদের মিডিয়া বলে। আসলে তারা দিল্লির চোখে দেখে না।পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। সবাই জানে আমাদের মূল্যবোধ ও নীতি আছে। আমাদের অবস্থান সবসময় স্বাধীন। আমরা দেশের স্বার্থের জন্য যা যা দরকার, তাই করবো।মন্ত্রী আরও বলেন, ‘সেইজন্য তারা আমাদেরকে স্বাধীনভাবে দেখছে, দিল্লির চেহারা দিয়ে দেখে না। শুধু দিল্লির চেহারা দিয়ে দেখলে এখানে আসতেন না।এখানে তারা এসেছে আমাদের ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য বাংলাদেশের সঙ্গে তারা বন্ধুত্বটা আরও গভীর করতে চায়।সফররত ডেপুটি সেক্রেটারি বিগান বুধবার (১৪ অক্টোবর) ঢাকা এসেছেন এবং শুক্রবার (১৬ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করবেন।