দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বৃহত্তর সিলেটে আ’লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক, ’৭১-এর মুক্তিযুদ্ধকালীন উত্তর-পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা, প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ২০ নভেম্বর রোববার। এ উপলক্ষে বাদ এশা ফরিদ গাজীর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কবর জিয়ারত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন খান, নগর আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, নগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, গাজী মো.জাফর সাদেক কয়েছ গাজী, নগর গণফোরামের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ, জেলা যুবলীগ নেতা মোঃ কবিরুল ইসলাম, লেখক-গবেষক সৈয়দ মোঃ আবু তাহের, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, নগর আ’লীগ নেতা মাসুদ আহমেদ, ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মুফতি আব্দুল খাবির, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নেতৃবৃন্দদের মধ্যে যুবসংগঠক আফিকুর রহমান আফিক, মুহিতুর রহমান মুহিত, নজরুল ইসলাম, শিমুল আহমদ, লোকমান আহমদ, জকিরুল ইসলাম প্রমুখ। মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সদরুল আমিন চেীধুরী।
উল্লেখ্য, এ উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় এবং বহির্বিশ্বের যুক্তরাষ্ট্রেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

You might also like