দেশীয় জাতের ২৮টি পাখি অবমুক্ত করলেন সিলেটের জেলা প্রশাসক

সত্যবাণী
সিলেট অফিসঃ
 সিলেট নগরির বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির ২৮টি পাখি জব্দ করেছে বন বিভাগ। অভিযান চলাকালে পাখি বিক্রেতারা পাখিগুলো রেখে পালিয়ে যায়। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরির বন্দরবাজার লালবাজারের মুখ এলাকায় অভিযান চালায় সিলেট বন বিভাগ।
এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে ৫টি খাঁচা রেখে পালিয়ে যায় বিক্রেতারা। এ সময় বিভিন্ন জাতের ২৮টি পাখি উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল্লাহ। পাখিগুলোর মধ্যে ছিল ৪টি টিয়া, ১৩টি ঝুঁটি শালিক, ১১টি ঘুঘু। পরে পাখিগুলো সিলেটের জেলা প্রশাসকের বাসভবনে নেয়া হয়। বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে তার বাসভবনে পাখিগুলো উন্মুক্ত করেন।
জেলা প্রশাসক বলেন, পশু-পাখি বনেই মানায়। এটি বাস্তবায়নে বন বিভাগ কাজ করছে। সিলেটে পশু-পাখির জন্য অভয়ারণ্য রয়েছে। সেটি যাতে আরও বৃদ্ধি পায় সে উদ্যোগ নেয়া হবে।

You might also like