দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ৪৯৫
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে একজন রোগীর। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৬৩ জন।
করোনার গত কয়েকদিনের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, শনাক্তের সংখ্যা ফের বাড়ছে। গত চার দিনে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর আগে, গত রবিবার করোনা শনাক্ত হয় ২৬৮ জন, সোমবার ৩৭৩, মঙ্গলবার ৩৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন।এতে আরও বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় একজন পুরুষ মারা গেছেন এবং তিনি ঢাকা বিভাগের।গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।