দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৭২ মৃত্যু,শনাক্ত ৭২৪৮

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।বুধবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ২৪৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৪ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২০ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৩ লাখ ৯৮ হাজার ২৩৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৮ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ১৪০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭১৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন।

You might also like